তিল এক শয়নে সপনে যো মঝু বিনে
চমকি চমকি করু কোর।
ঘন ঘন চুম্বনে গাঢ়আলিঙ্গনে
নিঝরে ঝরয়ে বহু লোর।।
সজনী সো যদি করু নিঠুরাই।
না জানিয়ে কো বিধি নিধি দেই লেয়ল
সো সুখ করি বিছুরাই।।ধ্রু।।
তুহুঁ কাহে বিরস বচনে মোহে মারসি
ডারসি শোককি কূপে।
মূরছিত জনে ঘাতন নহে সমুচিত
জগজনে কহব বিরূপে।।
তেজব মান সবহুঁ জনগঞ্জন
পিরীতি পিরীতি করি বাধা।
রসিক সুনাহ আপনে সুখ পায়ব
তেয়াগি ভাগিহিনী রাধা।।
সো মুখচান্দ হৃদয়ে ধরি পৈঠব
কালিন্দি বিষহ্রদনীরে।
পামরি গোবিন্দ- দাস মরি যায়ব
সাজি আনল তছু তীরে।