তুমি কহ খেনে নারীর চরণে
সদাই আমারে দেখ।
তুমি বড় জনা বড়াই কোরো না
আপন ভরম রাখ।।
শুনহে ময়ূর চান্দা।
জনমে জনমে তপস্যা করিয়ে
পেয়েছি সুন্দরী রাধা।।
রাধার নখচান্দে ময়ূরের চান্দে
সুমেল করিয়া দেখি।
দেখি নখ চান্দ গগনের চান্দ
হইয়াছে বড় সুখী।।
রাধার চরণে লয়েছি শরণ
পরম সুখেতে থাকি।
রাধা চরণের মহিমা জানিতে
তোমার অনেক বাকি।।
আমার রাধিকা মানিনী হয়েছে
তোমার রসিক রায়।
কাকুতি মিনতি করিয়া যতনে
ধরেছে রাধার পায়।।
জনমে জনমে করিয়াছি সদা
রাধা চরণের আশ।
চরণ কমলে শরণ লইল
গোকুলানন্দ দাস।।