• উঠ উঠ মোর নন্দের নন্দন
    উঠ উঠ মোর নন্দের নন্দন প্রভাত হইল রাতি। অঙ্গনে দাঁড়াঞা রয়েছে সকল বালক তোমার সাথী।। মুখের উপরি মুখানি দিয়া ডাকয়ে যশোদা রাণী।। কত সুখ পাঞা ঘুমাইছ শুঞা আমি কিছু নাহি জানি।। নয়ন মেলিয়া দেখহ চাহিয়া উদয় হইল ভানু। শ্রীদাম সুদাম ডাকয়ে সঘন উঠ ভায়্যা ওহে কানু।। অঙ্গ মোড়া দিয়া উঠিল সত্বরে সুন্দর যাদব রায়। মুখ […] keyboard_arrow_right
  • তুমি কহ খেনে নারীর চরণে
    তুমি কহ খেনে নারীর চরণে সদাই আমারে দেখ। তুমি বড় জনা বড়াই কোরো না আপন ভরম রাখ।। শুনহে ময়ূর চান্দা। জনমে জনমে তপস্যা করিয়ে পেয়েছি সুন্দরী রাধা।। রাধার নখচান্দে ময়ূরের চান্দে সুমেল করিয়া দেখি। দেখি নখ চান্দ গগনের চান্দ হইয়াছে বড় সুখী।। রাধার চরণে লয়েছি শরণ পরম সুখেতে থাকি। রাধা চরণের মহিমা জানিতে তোমার অনেক […] keyboard_arrow_right
  • ধরিয়া মায়ের কর নাচে ভাল নটবর
    ধরিয়া মায়ের কর নাচে ভাল নটবর দধিদুগ্ধ সর ননী লোভে। শ্যামসুন্দর তনু লাগিয়াছে তাহে রেণু জলবিন্দু মেঘে যেন শোভে।। হরি-মুখ চাহি রাণী আনন্দে কহয়ে বাণী নাচে ভাল মোর যাদুমণি। হের আইস নন্দরায় আনন্দ বহিয়া যায় দেখ নিজ সুতের নাচনি।। শশী জিতি ওই মুখ দেখিঞা সভার সুখ আর নাচ বলে বারবার। হেন কালে নন্দ আসি চুম্ব […] keyboard_arrow_right
  • ভাইরে নিঠুর বড় কান
    ভাইরে নিঠুর বড় কান। ছোড়ি সখাগণ যমুনা পুলিন বন কাঁহা ওই করল পয়ান।। ঢোঁড়ি ঢোঁড়ি বন সবাই নিরজন নাহি ভেল তাক সঙ্গ। তব হি বিরহজ্বর তাপিত অন্তর অবশ ভৈ গেয় অঙ্গ।। নাহি দেখি তোকর নয়ন সুধাকর চৌদিশ দেখি আন্ধিআরা। তো পিয়া জীবন মরমি জন ভূখ তোহসি নয়নকি তারা।। তিল আধ তুয়া বিনু শূন্য হি জীবন […] keyboard_arrow_right
  • শুতিয়া ছিলেন বলবীর
    শুতিয়া ছিলেন বলবীর। বিভোল বারুণী পিয়া স্বপনে উতলা হইয়া নীলবাস জাগিয়া অধীর।। স্বপনে শুনিলা যেন কানু বেণু পুরে হেন গোঠে যেতে দাদ বলি ডাকে। উছর হইল বেলা অঙ্গনে রাখাল মেলা বড় লাজ দিলেক আমাকে।। উঠিয়া সে বলরাম শিঙ্গায় দিলেক সান শুনি সে গভীর গরজনে। ধেণু ডাকে হাম্বারবে জাগিল রাখাল সবে এ দাস গোকুলানন্দ ভণে।। keyboard_arrow_right
  • শুন রাধার নিলাজ নূপুর
    শুন রাধার নিলাজ নূপুর। নারীর চরণে থাক এত কি গরব রাখ মনে কর আপনি ঠাকুর।। একে সে রমণী সঙ্গে দিবানিশি থাক রঙ্গে মনে হেন লাজ নাহি বাস। অগুরু চন্দন হৈতে না জানি বা কি করিতে কোন লাজে মন্দ মন্দ হাস।। গুণময় নাম যার এত কি গরব তার ভ্রুকুটি করহ যথা তথা। রসের পসার হৈতে নাহি […] keyboard_arrow_right
  • শুন শুন সুন্দরি কর অবধান
    শুন শুন সুন্দরি কর অবধান। আমি রাধা রাধা জপি তুমি কর আন।। পূর্ব্বের নিয়ম মোদের আছে গোপ কুলে। ভগবতী পূজি মোরা দিয়া নানা ফুলে।। সিন্দূর কাজল আর চন্দনে শোভিত। সে সব লয়েছি আমি বল আন রীত।। নমস্করি মল্লযুদ্ধে করি সখা সঙ্গে। তুমি বল নখদশনচিহ্ন তোমার অঙ্গে।। পরে পরীবাদ দিয়া কত সুখ পাও। নিজকুচে হাত দিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ