শুতিয়া ছিলেন বলবীর।
বিভোল বারুণী পিয়া স্বপনে উতলা হইয়া
নীলবাস জাগিয়া অধীর।।
স্বপনে শুনিলা যেন কানু বেণু পুরে হেন
গোঠে যেতে দাদ বলি ডাকে।
উছর হইল বেলা অঙ্গনে রাখাল মেলা
বড় লাজ দিলেক আমাকে।।
উঠিয়া সে বলরাম শিঙ্গায় দিলেক সান
শুনি সে গভীর গরজনে।
ধেণু ডাকে হাম্বারবে জাগিল রাখাল সবে
এ দাস গোকুলানন্দ ভণে।।