শুন শুন সুন্দরি কর অবধান।
আমি রাধা রাধা জপি তুমি কর আন।।
পূর্ব্বের নিয়ম মোদের আছে গোপ কুলে।
ভগবতী পূজি মোরা দিয়া নানা ফুলে।।
সিন্দূর কাজল আর চন্দনে শোভিত।
সে সব লয়েছি আমি বল আন রীত।।
নমস্করি মল্লযুদ্ধে করি সখা সঙ্গে।
তুমি বল নখদশনচিহ্ন তোমার অঙ্গে।।
পরে পরীবাদ দিয়া কত সুখ পাও।
নিজকুচে হাত দিয়া শপতি করাও।।
শম্ভুর সমান তোমার দেখি কুচগিরি।
গোকুল বলে ভাল কিরা কর গিরিধারী।।