শুন রাধার নিলাজ নূপুর।
নারীর চরণে থাক এত কি গরব রাখ
মনে কর আপনি ঠাকুর।।
একে সে রমণী সঙ্গে দিবানিশি থাক রঙ্গে
মনে হেন লাজ নাহি বাস।
অগুরু চন্দন হৈতে না জানি বা কি করিতে
কোন লাজে মন্দ মন্দ হাস।।
গুণময় নাম যার এত কি গরব তার
ভ্রুকুটি করহ যথা তথা।
রসের পসার হৈতে নাহি জানি কোথা রৈতে
তোরে আর কি বলিব কথা।।
চূড়ার বচন শুনি হাসিয়া নূপুর অম্‌নি
কহতহি মৃদু মৃদু ভাষ।
কহিবার কথা নয় কহিলে কি জানি হয়
গোকুলের মনেতে উল্লাস।।