তুমি বিদগধ সুখের সম্পদ
আমার সুখের ঘর।
যে জন শরণ লইল চরণে
তাহারে বাসহ পর।।
দেখি বল নাথ এ তব সংসারে
আর কি আছয়ে মোরা।
এ গোাপী জনার হৃদয় মানস
কেবল আঁখির তারা।।
গৃহ পতি ত্যজে হা হা মরি লাজে
শুনহ নাগর রায়।
এ সব না জানি মনে নাহি গণি
সকলি গোচর পায়।।
শীতল চরণ যে লয় শরণ
তাহারে এমনি রোষ।
অবলা বচনে কত ক্ষেণে ক্ষেণে
কত শত হয় দোষ।।
প্রাণ-পতি তুমি কি বলিব আমি
আনের অনেক আছে।
আমার কেবল তুমি সে পরাণ
দাঁড়াই কাহার কাছে।।
চণ্ডীদাস বলে শুন সুনাগর
ইহাতে নাহিক আন।
সব তেয়াগিয়া তোমার লাগিয়া
তুমি সে সবার প্রাণ।।