তুমি মরে ভাসাইলায় সায়রে রে ও কালাচান্দ তুমি মরে ভাসাইলায় সায়রে ।। ধু
দিবানিশি দহে মনে না পাই কালার দরশন। এই দুঃখ রহিল অন্তরে রে।।
মানাইয়া খাকের কায়া তাতে দিলায় মহামায়া। তবে কেনে রহিলায় ছাপিয়া রে।
ভবের বাজারে দিয়া রাখিয়াছ ভুলাইয়া। কি সন্ধানে পাইমু তোমারে রে।।
নিকুঞ্জ মন্দিরে থাক তিলে পলে সব দেখ। বিরাজ কর সয়াল জুড়িয়া রে।।
মহিমার সীমা নাই নাম তোমার পাক সাই । অভাগীরে দেখাইতায় দিদার রে।।
দরশন অমূল্য ধন নাহি দেখি দুই ভুবন। দুঃখিনীরে রাখ চরণ তলে রে।।
হায়াত মউত আর রিজেক তালে সবাকার। কুঞ্জিতালা আপনার হাতেরে।।
অধম উছমানে কয় যদি মৌলার দয়া হয়। দেখা দেয় নবিজির ইজ্জতে রে।।