রে শ্যামচান্দের বাশী, বাশী রে আকুল কৈলায় মরে। ধু দিবানিশি বন্দের বাশী বাঝে মধুর সুরে রে। বাশীর সুরে খেলা করে মাশুক যে জন, রসিকের সঙ্গে মিলে চান্দের দরশন রে। মুরশিদ পদে যে পাইয়াছে বাশীর লীলা খেলা। মউতের পরে সেই রহিবে উজালা রে। বাশীর সুরে খেলা করে মুনিবের পিয়ারা। ঊছমানের মনের আশা করিয়া দেও পূরা রে।
keyboard_arrow_right