মন বাহুলে কয় বেভুলে সদায়। এ রূপ যৌবনে দেখা হয় কি না হয়। ধু
সদায় পাগেলা মনে রে বাহুলের মতি। কানুর সঙ্গে বিবাদ করি ঘটাইলাম দুর্গতি।।
রাধা কানু এক ঘরে কেহ নহে ভিন। রাধার নামে বাদাম দিয়া চালায় রাত্র দিন।।
কানু রাধা একঘরে সদায় করে বাস। চলিয়া যাইবা নিষ্ঠুর রাধা কানু হইবা নাশ।।
রাধা কেবা কানু কেবা চিনিবারে চাও। তনে মনে রুজু হইয়া মুরশিদ বাড়ী যাও ।।
অধম উছমানে কয় শুনো প্রাণের প্রিয়া। একবার দেখা দেও দুঃখিনী জানিয়া।।