মন্দির তেজি কানন মাহা পৈঠলুঁ
কানু মিলন প্রতিআশে।
আভরণ বসনে অঙ্গে সব সাজলুঁ
তাম্বূল কর্পূর বাসে।।
সজনী সো মুঝে বিপরীত ভেল।
কানু রহল দূরে মনমথ আসি ফুরে
সো নাহি দরশন দেল।।ধ্রু।।
ফুলশরে জরজর সকল কলেবর
কাতরে মাহি গড়ি যাই।
কোকিল বোলে সডোলে ঘন জীবন
উঠি বসি রজনি গোঙাই।।
শীতল ভবন গরল সমান ভেল
হিমাচলবায়ু হুতাশ।
লোচনে নীর থীর নাহি বান্ধয়ে
কান্দয়ে কানুরাম দাস।।