মন্দির তেজি কানন মাহ পৈঠলুঁ
কানু-বচন প্রতি আশে।
অভরণ বসন যে অঙ্গে চঢ়ায়লুঁ
তাম্বুল-কপূর-সুবাসে।।
সজনী সো মঝু বিপরীত ভেল।
কানু রহল দূরে অনরথ আসি দ্বারে
মনমথ দরশন দেল।।
ফুলশরে জর জর সকল কলেবর
কাতর মহি গড়ি যায়।
পরভৃত বোলে ডোলে সব অন্তর
উঠি বসি রজনি পোহায়।।
শীতল চন্দ গরল সম লাগয়ে
মলয়জ পবন হুতাশ।।
লোচন-নীর থীর নহি বান্ধই
কান্দই গোবিন্দদাস।।