মন্দির বাহির স্থল অতি সুন্দর
তহিঁ সাজয়ে অনুপাম।
বিচিত্র সিংহাসন রঙ্গ পট্টাম্বর
লম্বিত মুকুতা-দাম।।
শোভা বলি অপরূপ।
গোপ গোপাল সভাজন দ্বিজগণ
বৈঠল ব্রজকে ভূপ।।
কোই কোই গায়ত কোই বাজায়ত
নাচত ধরতহিঁ তাল।
কোই চামর লই বীজন করতহিঁ
ঊজর দীপ রসাল।।
কনক সম্পূটপর কর্পূর তাম্বুল
চন্দ্র চন্দ্রাতপ সাজ।
গোবিন্দদাস ভণ অপরূপ মোহন
তহিঁ উপনীত রসরাজ।।