তুলসী কহল কানুক কথা।
যেমত তাহার হৃদয়ে বেথা।।
শুনি শশিমুখী বিভোর হৈয়া।
বহু উপহার যতনে লৈয়া।।
সহচরীগণ লইয়া সঙ্গে।
দেবতা পূজিতে চলিলা রঙ্গে।।
বেশ বিভূষণ রচনা করি।।
কানু অনুরাগে আকুল গোরি।।
সঙ্গিনী রঙ্গিনী বরজবালা।
যৈছন চলয়ে চাঁদের মালা।।
হেরিয়া চরণনখের ছান্দে।
মদন বেদনা পাইয়া কান্দে।।
রতনমঞ্জীর ঝনন বাজে।
গমনে জিতল কুঞ্জর-রাজে।।
গগনে নিরখি অধিক বেলা।
মাধব তুরিতে লইয়া গেলা।।