তুহুঁ গুণমঞ্জরি রূপে গুণে আগরি
মধুর মধুর গুণ-ধামা।
ব্রজ-নব-যুব-দ্বন্দ্ব প্রেম-সেবা-পরবন্ধ
বরণ উজ্জ্বল তনু শ্যামা।।
কি কহিব তুয়া যশ দুহুঁ সে তোঁহার বশ
হৃদয়ে নিশ্চয় মঝু মানে।
আপন অনুগা করি করুণা কটাক্ষে হেরি
সেবন সম্পদ কর দানে।।
ইহ বামন তনু চাঁদ ধরিতে জনু
মঝু মন হেন অভিলাষে।
এজন কৃপণ অতি তুহুঁ সে কেবল গতি
নিজ-গুণে পূরবি আশে।।
ঊর্দ্ধ অঙ্গুলি করি দশনেত তৃণ ধরি
নিবেদহুঁ বারহি বার।
শ্রীনিবাস দাস কামে প্রেম-সেবা-ব্রজ-ধামে
প্রার্থহুঁ তুয়া পরিবার।।