তোমার বাড়ী আইবা নি গো তাইন ললিতার মা সোনা দিদি তোমার বাড়ী আইবা নি গো তাইন।
আর তোমার বাড়ী আইতে যাইতে যদি পন্থে পাই, চরণে ধরিয়া দুঃখ কইমু বন্ধের ঠাই।
নিতাই খুড়ীর কেটকেটানি জানে নাহি সয়, জলের ঘাটে গেলে মোরে মন্দ সন্দ কয়।
ডাকাডাকির কাম নাই দিদি লোকে লাখে শুনে, আসনে বসিয়া রূপ দেখিও ধিয়ানে।
প্রাণের বৈরী কাল ননদী না দেয় ঘরে ঠাই, আমি অভাগিনীর দুঃখ কৈবার জাগা নাই।
বলরাম দেওর তাই ননন্দ চাম্পা রাণী, শাশুড়ীর ডরে সদায় পড়ে আঙ্কির পানি।
উন্মর পাগল বলে করিয়া শৃঙ্গার, আসনে বসিয়া কর পিয়ার দিদার গো সোনা দিদি।
তোমার বাড়ী আইবা নি গো তাইন।