তোমার বাড়ী আইবা নি গো তাইন ললিতার মা সোনা দিদি তোমার বাড়ী আইবা নি গো তাইন। আর তোমার বাড়ী আইতে যাইতে যদি পন্থে পাই, চরণে ধরিয়া দুঃখ কইমু বন্ধের ঠাই। নিতাই খুড়ীর কেটকেটানি জানে নাহি সয়, জলের ঘাটে গেলে মোরে মন্দ সন্দ কয়। ডাকাডাকির কাম নাই দিদি লোকে লাখে শুনে, আসনে বসিয়া রূপ দেখিও ধিয়ানে। […]
keyboard_arrow_right