তৈখনে সাজল সখি দুই-চারি।
তুরিতহিঁ ভেটল রসিক মুরারি।।
দুতিকে পুছল ব্রজ-কুশলকি বাত।
কৈছন নন্দ যশোমতি মাত।।
কৈছনে কাননে চরতহি ধেনু।
কৈছনে সখাগণ পুরতহি বেণু।।
কৈছনে আছয়ে ব্রজ-কূল-নারি।
কৈছনে আছয়ে কিশোরী হমারি।।
কৈছনে যমুনা উথলই নীর।
কৈছনে সারিশুক বোলতহি ধীর।।
এই সব পুছইতে গদগদ ভাষ।
মুরছি পড়ল তহি গোবিন্দদাস।।