তোমার মহিমা বেদে দিতে সীমা
কেহ সে নারিয়াছে।
ভব বিরিঞ্চিরি তার অগোচর
কেহ সে জানিয়াছে।।
কত শত শত ভাব অনুরত
যে জন মজিয়া থাকে।
কোটিক গুটিক কোন একখানে
রসিক পাইয়া থাকে।।
রসে রস পূরি প্রেমের গাগরি
সারবে খুজিলে পাবে।
* * * *
নয় গুণ যারে লবে।।
এ তিন তটস্থ এ তিন বেকত
শত গুণ যাতে বসি।
তর তম করি বিচার করিলে
সেই এর অভিলাষী।।
চণ্ডীদাস কহে গুণে গুণ মিশি
এ তিন বস্তু সাধে।
আছে এক রতি তাহে নাহি গতি
এ কথা বুঝিতে সাদে।।