তোরলাগি প্রাণ কান্দেরে সদায়। ফাঁকি দিয়া প্রাণনিয়া কই রইলেরে শ্যামরায়।।
কাল বিকালে আসবে বলে প্রতিজ্ঞা করিয়াছিলে রে।
এখন পাষাণ হয়ে ভূলে রইলে কুবজার সনে মথুরায়।।
প্রেম করলাম সুখেরে আশে তুই বন্ধু রইলে বিদেশে রে।
এখন জটিলায় কুটিলায় হাসে পাড়ার লোকে মন্দ গায়।।
মন প্রাণ করিয়া চুরি কোথা রইলে চোরা হরি রে ।
রিয়াছত বলে সয়না দেরী পোড়া প্রাণী যায় রে যায়।।