তোহারি বেদন ছেদন কারণ
পুন পুন পুছিয়ে তোয়।
তুহুঁ উর ধরি ধরি মরি মরি বোলসি
সূধ বূধ সব খোয়।।
আলি রি হামারা তোহারি কিয়ে নহিয়ে।
যো তুয়া দুখে দুখায়ত শত গুণ
তাহারে কি বেদনা না কহিয়ে।।
এ তুয়া সঙ্গিনি রঙ্গিণি রসিকিনি
কহিলে কি আওব লাজে।
ফণি মণি ধরব শমন ভবনে যাব
যৈছে সিধারব কাজে।।
হাম আগু যায়সি আগুনি পৈঠব
বৈঠব যোগিনি সাজে।
তন্ত্র মন্ত্র যত শত শত ঢুঁড়ব
বূরব সাগর মাঝে।।
ভাবনা ও তুয়া অন্তরে অন্তরু
কহিলে কি রহে তাপলেশ।
বিন্দু ইন্দুমুখি সিন্ধু উতারব
বোলহ বচন বিশেষ।।