পুন যব মুরছলি গোরি। সখিগণ ভেল বিভোরি।। ধনি মুখ চান্দ নেহারি। রোয়ত কুন্তল ফারি।। হা বৃষভানু কুমারি। হা হা কুসুম সুকুমারি।। চৌদিগে বেড়িয়া রাই। রোয়ত ধরণি লোটাই।। সখিগণ ভেল উনমাদ। ছোড়ল কুল মরিযাদ।। বাউরি সম কোই ধায়। কোই ভুমে পড়ি মুরছায়।। কো কহে প্রাণ পিয়ারি। নীছিয়ে জিবন হমারি।। সহচরি বাউরী ভেল। বিন্দু পরবোধিতে গেল।।
keyboard_arrow_right