তোহি রহল মধুপুর।
ব্রজকুল আকুল দুকুল কলরব
কানু কানু করি ঝুর।।
যশোমতি নন্দ অন্ধসম বৈঠহি
সাহসে চলই না পার।
সখাগণ বেণু ধেনু সব বিসরল
বিসরল নগর বাজার।।
কুসুম তেজি অলি ভূতলে লুঠত
তরুগণ মলিন সমান।
সারি শুক পিক মউরি না নাচত
কোকিলা না করতহি গান।।
বিরহিণি বিরহ কি কহব মাধব
দশদিশ বিরহ হুতাশ।
সোই যমুনাজল হোয়ল অধিক ভেল
কহতহি গোবিন্দদাস।।