তোহে রহল মধুপুর।
ব্রজকূল আকূল দোকূল কলরব
কানু কানু করি ঝুর।।
যশোমতী নন্দ অন্ধসম বৈঠত
সঘনে উঠিতে নাহি পারে।
সখাগণ ধেনু বেণু নাহি পুরত
বিছুরল নাগর বাজারে ।।
কুসুম ত্যজি অলি ভূমিতলে লুঠত
তরুগণ মলিন সমান।
সারী শুক পিক ময়ূরী নাচত
কোকিল না করু তহি গান।।
বিরহিণী বিরহ যে কি কহব মাধব
দশ দিশে বিরহ-হুতাশ।
সোই যমুনাজল অনল অধিক ভেল
কহতহি গোবিন্দদাস।।