তোহে হেরি মাধব ভয় বহু উপজল
এ মঝু অন্তর মাঝ।
প্রাতরে হমারি নিকট তোহে ভেজল
কো ধনি করি অছু সাজ।।
সো ধনি তোহে পরাভব কেল।
কিয়ে জানি কোন রমণি পাছে লেয়ই
ঐছন লাগি চিন দেল।।
ভালহিঁ সিন্দূর অধরহিঁ অঞ্জন
হিয় মাহ নখর নিশান।
এ তিন দাগে সোই তোহে দাগল
দেওলি নিজ পরিধান।।
অতয়ে সে বিফল অনুনয় কেবল
তাকর মন্দিরে যাহ।
চন্দ্রশেখর কহে কি নাম তাকর
যাকর তুহুঁ হেন নাহ।।