ত্রিভুবন বিজই মদন মহারাজ।
বৈঠল বৃন্দাবনে নিকুঞ্জক মাঝ।।
গোরস লেয়ব রসবতি ঠাম।
সৃজিল বিপিনপথে সরবস দান।।
তোহে কহোঁ গোপিনি আয়ানের রাণি।
কেমনে জানিবা দান সহজে আয়ানি।।
তুহুঁ গজগামিনি গমন মন্থর।
যৌবনমদে নাহি দেহ রাজকর।।
মোহে গিরিধর বলি সোঁপল কাজ।
আপনে আপন কথা কহিতেহ লাজ।।
কেবল গোরসদানে কেনে দেহ ভঙ্গ।
বিচারে চাহিয়ে দান প্রতি অঙ্গে অঙ্গ।।
এ সব দানের কথা জানয়ে বড়াই।
গোবিন্দদাসিয়া কহ চপল কানাই।।