দধি ভারে ভারে আনি গোপবরে
হলিদ্রা ফেনাএ তাঅ।
আনন্দ করিআ নন্দঘোস আনি
দিছেন সভার গায়।।
এ দধি-হলিদ্রা পিচক ভরিআ
ভিজল জতেক জনে।
জেমত নদীর সিনান করএ
তেমত হইল মেনে।।
গোকুল-নগরে দধি-হলিদ্রাএ
ভাসল নগর গলি।
উঠ ডুবু করে জতেক নগরে
কহিছে ভালিরে ভালি।।
নানা উ[প]চার বিবিধ সাকর
মিঠাই পুরিছে চিনি।
দিআ সব জনে অখিল ভরিআ
চিনিচাঁপাকলা ফেনি।।
তইল হলদি দুখিত জনেরে
দেই সে আচল ভরি।।
চণ্ডিদাস বলে কি আজু আনন্দ
গোপের নগর পুরি।।