দহে শ্রীরাধিকার প্রাণ অ শ্যাম কানুর লাগিআ। ধু
এই কুঞ্জবৃন্দাবনে কদমডালে বসি। রাধা রাধা বলিআ সদাএ বাজাএ কানুর বাঁশী।
বাঁশীর স্বরে রাধার প্রাণ নিল হরিআ।।
মথুরাএ হইয়াছে রাজা শ্রীনন্দের কানাই। কালিন্দীতে প্রেম কর‍্যাছে তাহে মনে নাই।
পাইআছে কুবুজা রাণী রৈছে তুলিআ।।
গোকুলনগরে ঘোষে রাধা কলঙ্কিনী। ছাড়্যা গেল প্রাণনাথে কৈর‍্যা অনাথিনী।
জাতির কুল মান মোর গেল ডুবাইআ।।
প্রেম হুতাঙনে চিত্ত দহে অনুক্ষণ। উদধি ভক্ষিআ নারী তেজিমু জীবন।
জীবনে প্রবেশি প্রাণ দিমু তেয়াগিআ।।
ভানু সুত পানি আদি করিআ মিলন। কালানিধি সঙ্গে করি ভাবি অনুক্ষণ।
ভাবিতে ভাবিতে তনু যাএ দহিআ।।
শ্রীকমর আলী কহে রাধার দুই চরণে সার। মথুরাতে গেল হরি না আসিব আর।
মিছা প্রেমের ভাবে কেন রৈছ ভুলিআ।।