দাসীর নাম লিখ চরণে, রে শ্যাম নাম লিখ চরণে। ধু
এগো চরণ পানে শরণ হইলে দাসীরে পড়ব মনে।।
প্রেমের আশে রহিলাম বসে নিশি জাগরণে, নিশি জাগরণে।
এগো আইল না মোর সোনা বন্ধু মজিয়াছে কার সনে গো।।
কার কাছে কই মনের দুঃখ বল গো সখীগণে, বল গো সখীগণে।
এগো কে আনিয়া দিত বন্ধু নিশিতে গোপনে।।
বসন ভূষণ নাহি মানে নবীন ও যৌবনে, নবীন ও যৌবনে।
এগো বন্ধু বিনে নবীন যৌবন শপি কার চরণে।।
পিরীতের কাঙ্গালি হইয়া বলে মিয়াধনে, বলে মিয়াধনে।
ও প্রেম করছে যে জন মরছে সে জন সুখ নাই তার জীবনে।।