দিবসে আন্ধার গোকুল নগর
সঘনে কাঁপয়ে মহী।
রুধির বরিখে নয়ান নিমিখে
সভাই হেরয়ে অহি।।
নন্দ যশোমতী গোপ গৌপীততি
বিচার করয়ে মনে।
বলরাম বিনে সখাগণ সনে
কানাই গিয়াছে বনে।।
যশোমতী কহে দারুণ স্বপন
দেখিনু রজনীশেষে।
আমার গোপালে ভুজঙ্গে বেঢ়ল
জারল বিষম বিষে।।
ব্রজবাসী কিবা বালবৃদ্ধ যুবা
শুনিয়া চলিলা ধাই।।
যাঁহা শিশুগণ করয়ে রোদন
তাহাঁই মিলিলা যাই।।
ঝাঁপ দিলা জ্বলে শুনিয়া সকলে
বালকগণের মুখে।
অবনী মাঝারে মুরছি পড়য়ে
মাধব কান্দয়ে দুখে।।