দুই ভুরু কামের কামান।
নঠ কৈল কুল-অভিমান।।
কত ছাঁদে নয়ান ঢুলায়।
মন সনে পরাণ দোলায়।।
সে মোহন নাগর কিশোর।
মরমে পশিয়া রৈল মোর।।
কত না নাগরপনা জানে।
নিরখয়ে আধ নয়ানে।।
আধ মুচকি কথা কয়।
অবলা-পরাণে কিতা সয়।।
কে না কৈল মনোহর বেশ।
সেই সে মজাইল সব দেশ।।
তিরি-বধে তার নাহি ভয়।
বলরামের মনে হেন লয়।।