দুহুঁ দুহুঁ নয়নে নয়নে ভেল মেলি।
লখই না পারি কলহ কিয়ে কেলি।।
গদগদ বচন কহই নাহি পারি।
যৈছন রোখে অবশ রহু থারি।।
ভাঙ-ধনুয়া পর করই সন্ধান।
মরমহি হানল মনমথ-বাণ।।
ঋতুপতি সমতি সৈনপতি-রাজ।
আগহি ভেজল সমরক সাজ।।
মুকুলিত চূত অশোক বকফুল।
ভৈ গেল সবহুঁ বিশিখ সমতুল।।
তাহে মলয়ানিল ভেল অনুকূল।
বাওই রণ-বাজন দ্বিজকুল।।
অপরূপ রঙ্গভূমি বন মাঝ।
পৈঠল দুহুঁ জন সমর-সমাজ।।
রতি-রণ-বীর-নয়ন-শরজালে।
ভাগল সহচরি দুরহি নেহালে।।
ভুজে ভুজে দুহুঁ জন বন্ধন-ছন্দ।
বলরাম দাস কহে লাগল ধন্দ।।