দুহুঁ মুখ সুন্দর কি দিব তুলনা।
কানু মরকত মণি রাই কাঁচা সোনা।।
নব গোরোচনা গোরী কানু ইন্দীবর।
বিনোদিনী বিজুরি বিনোদ জলধর।।
কনকের লতা যেন তমালে বেড়িল
নবঘন মাঝে যেন বিজুরি পশিল।
রাইকানুর রূপের নাহিক উপাম।
কুবলয় চান্দ মিলল এক ঠাম।।
রসের আবেশে দুহুঁ হইলা বিভোর।
দাস অনন্ত পহুঁ না পাওল ওর।।