দু বাহু পসারি আগে যায় নন্দরানী।
ধরিতে ধরিতে ধার না দেয় নীলমণি।।
গৃহে পড়ি গড়ি যায় দধি নবনীত।
কোপ-নয়নে রাণী চাহে চারি ভীত।।
হেদে রে নবনী-চোরা বলি পাছে ধায়।
এ ঘর ও ঘর করি গোপাল লুকায়।।
লড়ি হাতে নন্দরাণী যার খেদাড়িয়া।
অখিল-ভুবন-পতি যায় পালাইয়া।।
এ তিন ভুবনে যারে ভয় দিতে নারে।
সে হরি পালাঞা যায় জননীর ডরে।।
রাণীর কাছ হইতে গোপাল গেলা পলাইয়া।
আকুল হইলা রাণী গোপাল না দেখিয়া।।
ঘরে ঘরে উকটিল সকল গোকুল।
তোমা না দেখিয়া প্রাণ হইল আকুল।।
কার ঘরে আছ গোপাল বোল ডাক দিয়া।
তোমার মায়ের প্রাণ যায় বিদরিয়া।।
শ্রীদাম ডাকি বোলে কানাই আমাদের ঘরে।
সভাকার প্রাণ লুকাইল মায়ের ডরে।।
ঘনরাম দাসে কহে থির কর মন।
প্রেমের অধীন গোপাল পাবে দরশন।।