দেখ দেখি গোরি শুতল শ্যাম-কোর।
লাগল নীল রতন কিয়ে কাঞ্চন
কুবল চম্পক জোর।।
গোরি সুনাগরি অধরে অধর ধরি
ঘুমায়ল বিদগধ চোর।
কনয়-কমলে অলি মাতি রহল জনু
হিমকর শ্যাম চকোর।।
পীন পয়োধর তুঙ্গ মনোহর
রাতুল করযুগ সাজ।
উলটি কমল বিকচ কিয়ে ঝাঁপল
কনয় ধরাধর-রাজ।।
নাগরি গুরু উরু নাগর বেঢ়ল
নাগরি-ভুজ বেঢ়ি অঙ্গ।
জলদে বিজুরি জনু বেঢ়ল দুহুঁ তনু
গোবিন্দদাস কহ রঙ্গ।।