দেখ দেখ-নাগর গৌরসুধাকর
জগত আহ্লাদনকারী।
নদীয়াপূরবর- রমণীমণ্ডল-
মণ্ডন গুণমণিধারী।।
সহজেই রসময় সহচর উড়ুগণ
মাঝে বিরাজিত নাগররাজ।
মদন পরাভব বদনহাস দেখি
বিরসই রঙ্গিণিগণভয় লাজ।।
ভকতবৃন্দচিত কৈরব ফুল্লিত
নিশিদিশি উদিত হিয়াক বিলাসে।
রসিয়া রমণিচিত- রোহিণিনায়ক
অনুখন পূরল না রহ হ্রাসে।।
ঐছে বিলাস প্রকাশ বিনোদই
বিলসই উলসই ভাবিনিভাব।
পদপঙ্কজ পর গোবিন্দদাসচিত
ভ্রমরী কি পাওব মাধুরিলাভ।।