দেখ দেখি ওহে নাগর এস মোর কাছে
দোঁহে এক অঙ্গ হব বড় সাধ আছে।।
এত বলি শ্যাম নাগর ধরিল রাধারে।
সম্ভোগ মিলনে দোঁহে আলিঙ্গন করে।।
সব সখিগণ দেয় জয় জয় ধ্বনি।
আঁটিয়ে ধরহ নাগর রাধা বিনোদিনী ।।
দাঁড়ায়ে ত্রিভঙ্গ হয়ে বাঁশি লয়ে মুখে।
আপনা আপনি গুণ গান করে সুখে।।
বৃন্দাবন মাঝে দোঁহার কেলি-বিলাস।
যুগল চরণ হেরি কহে গোবিন্দদাস।।