দেখিনু সে শ্যাম জিনি কোটি কাম
বদন জিতল শশী।
ভাঙ ধনু ঠাম নয়নের বাণ
হাসি খসে সুধারাশি।।
সই এমন সুন্দর কান।
হেরি সে মূরতি সতী ছাড়ে পতি
তেজি লাজ ভয় মান।।
বড় কারিকরে কুঁদিলে তাহারে
অঙ্গে মদনের শরে।
যুবতীধরম ধৈর্যভুজঙ্গম
দমন করিবার তরে।।
অতি সুশোভিত বক্ষ বিস্তারিত
দেখিনু দর্পণাকার।
তাহার উপরে মালা বিরাজিত
কি দিব উপমা তার।।
নাভির উপরে লোমলতাবলী
সাপিনী আকার শোভা।
ভুরূর বলনী কামধনু জিনি
ইন্দ্রধনুকের আভা।।
চরণ নখরে বিধু বিরাজিত
মণির মঞ্জীর তায়।
চণ্ডীদাস হিয়া সে রূপ দেখিয়া
চঞ্চল হইয়া ধায়।।