দেখছিবধি কালরূপ কালনাগে ডংসিলো সই,
তারে পাসরী গো আমি কেমনে গৃহে রই।
সখি গো ঘড়ি ঘড়ি উঠে মনে মন বান্দিয়া থই,
আংকির জলে বুক ভাসিয়া যায় যে জল ওবসনে গো লই।
সখি বন্ধের সুখে প্রেম ফাটকে দিবা নিশি রই।
পঙ্কী হইলে উড়িয়া যাইতাম দেখতাম বন্ধু আছে কই।।
সখি গো তন থইয়া মন গো নিল আর কত দুক্ষ সই,
পিঞ্জর থুইয়া পাখী নিল কোন বৃক্ষেতে যাইয়া গো বই।।
সখি গো পাগল আরকুমে বলে বন্ধু ধানের খই,
ভুই পালাইয়া সার চাইলে দেখবায় বন্ধু আছে গো কই।