দেখ আসি ভারতবাসী প্রেম অগ্নি লাগিয়াছে গায় হায় রে হায়।
মাইল মাইল গো প্রাণে মাইল বন্ধুয়ায়।
আর প্রেমের আনল, না হয় শীতল, ঢালিয়া দিলে জল,
করে ধাকধাকি কেবল হায় হায় হায়, হায়রে দিবানিশি কান্দি বসি
এ দেশে দরদি নাই, হায়রে হায়, মাইল মাইল গো প্রাণে মাইল বন্ধুয়ায়।
আর প্রেম সর্প আসিয়া দেখ অঙ্গে মাইল নেশ,
আমার প্রমাই কৈল শেষ হায় হায় হায়।
হায় রে গেল গেল প্রাণী গেল জিতে মইলাম হায় রে হায়।
আর মুখেতে মাখন মাখা অন্তর ভরা বিষে, বন্ধে পরাণী বিনাশে।
আর আমার প্রাণী তুমি, আগলা বসি বসি হাসে খেলে রঙ্গ চায়।
আর আপন ইচ্ছায় প্রেমের ফাঁসী পইরিয়াছি গলে এখন লাগছে বেকলে।
প্রেমের ফাঁসী লাগল কশি ছাড়াইলে ছাড়ে না হায় কি উপায়।
আর চাই না আমি ভাই বন্ধু হিন্দু মুসলমান।
কে ওরে ভারতসন্তান, আমি বলছি যারে পাইলে তারে দেইখে তাপিত প্রাণ জুড়াই।।
আর আবদুল ওয়াহিদে কইন রক্ষা নাইরে আর, মৃত্যু নিকটে আমার।
মরণ কালে কোথায় রইলায় প্রাণবন্ধুয়া শ্যামরায়, প্রাণী যায়।
মাইল মাইল গো প্রাণে মাইল বন্ধুয়ায়।