দেখ আসি ভারতবাসী প্রেম অগ্নি লাগিয়াছে গায় হায় রে হায়। মাইল মাইল গো প্রাণে মাইল বন্ধুয়ায়। আর প্রেমের আনল, না হয় শীতল, ঢালিয়া দিলে জল, করে ধাকধাকি কেবল হায় হায় হায়, হায়রে দিবানিশি কান্দি বসি এ দেশে দরদি নাই, হায়রে হায়, মাইল মাইল গো প্রাণে মাইল বন্ধুয়ায়। আর প্রেম সর্প আসিয়া দেখ অঙ্গে মাইল নেশ, […]
keyboard_arrow_right