পথ পানে চাইয়া রইলাম, মনের অভিলাষ গো
দেখি, বন্ধু আসে কি না আসে;
সখি গো, দিবারাত্র এই ভাবনা মনসায়রে ভাসে।
আইল না মোর প্রাণবন্ধু রইল কার মন্দিরে গো,
দেখি, বন্ধু আসে কি না আসে।।
সখি গো, আইত যদি কালাচান্দ বসাইতাম সামনে;
এগো কইতাম মনের দুখ মুই ধরিয়া চরণে গো।
দেখি, বন্ধু আসে কি না আসে।।
সখি গো, বন্ধের জ্বালায় মন উতলা রইতে নারি ঘরে;
এগো, লোকসমাজে যাইতে নারি কলঙ্কেরি ডরে গো।
দেখি, বন্ধু আসে কি না আসে।।
সখি গো, সাজাইয়া ফুলেরি শয্যা বইসে আছি পাশে;
এগো, ধৈর্য্য তো না মানে চিত্তে বিনা দরিশনে গো।
দেখি, বন্ধু আসে কি না আসে।।
সখি গো, জ্বালাইয়া মোমেরি বাতি পোসাইলাম রজনী
এগো, আশার দ্বার বন্ধ করি লইয়া গেল ছুড়ানি গো।
দেখি, বন্ধু আসে কি না আসে।।
সখি গো, শেখ আব্দুল ওয়াহিদ কইন আশা রইল মনে।
এগো,আশা দি’ নিরাশা করি শেষে মাইল প্রাণে গো।
দেখি, বন্ধু আসে কিনা আসে।।