দেখ গোরা-রঙ্গ সই দেখ গোরা-রঙ্গ।
নদীয়ানগরে যায় কনয়া অনঙ্গ।।
হেমমণি দরপণ জিনিয়া লাবণি।
অরুণ চরণে আলো করিল অবনী।।
পূর্ণিমাচাঁদের ঘটা ধরিয়াছে মুখ।
ছটায় গগন আলো দিয়া নারীসুখ।।
ভুরু ধনু আঁখি বাণ বঙ্কিম সন্ধান।
বরজ মদন হেন সকল বন্ধান।।
জানুবিলম্বিত বাহু পরিসর বুক।
দরশনে কে না পায় পরশন সুখ।।
গতি মত্ত গজপতি জিনি কমনিয়া।
মজিল তরুণী গোর না চায় ফিরিয়া।।
যদু কহে ও ন সেই গোকুলসুন্দর।
জানিয়া না জান তুমি তেঞি লাগে ডর।।