দেখ দুই ভাই গৌর নিতাই
বসিলা বেদীর পরে।
গগন তেজিয়া আসিল নামিয়া
যেন শশিদিবাকরে।।
হেরি হরষিত ঠাকুর পণ্ডিত
নিজগুণ লৈয়া সাথে।
জল সুবাসিত ঘট ভরি কত
ঢালয়ে দোঁহার মাথে।।
শঙ্খ ঘন্টা কাঁসী বেণু বীণা বাঁশী
খোল করতাল বায়।
জয় জয় বোল হরি হরি রোল
চৌদিগে ভকত গায়।।
সিনান করায়্যা বসন পরায়্যা
বসাইল সিংহাসনে।
ধূপ দীপ জ্বালি লৈয়া অর্ঘ্য থালী
পূজা কৈলা দুই জনে।।
উপহারগণ করয়্যা ভোজন
তাম্বূল চন্দন শেষে।
ফুল-হার দিয়া আরাত্রি করিয়া
প্রণমিল কৃষ্ণদাসে।।