দেখ দেখ ঋতুরাজ বসন্ত সময়ে।
সহচর সঙ্গে গোরাচাঁদ বিহরয়ে।।
ফাগু খেলে গোরাচাঁদ নদীয়া নগরে।
যুবতীর চিত হরে নয়নের শরে।।
সহচর মেলি ফাগু দেয় গোরাগায়।
কুঙ্কুম পিচকা লেই পিছে পিছে ধায়।।
নানা যন্ত্রে সুমেলি করিয়া শ্রীবাস।
গদাধর আদি সঙ্গে করয়ে বিলাস।।
হরি হরি বাহু তুলি নাচে হরিদাস।
বাসুদেব ঘোষ রস করিল প্রকাশ।।