দেখ বিনোদিনি মরকত-মণি
ইন্দীবর জিনি আভা।
জিনি বিধু-বর বদন সুন্দর
নয়ন কমল-শোভা।।
দেখিতে জুড়ায় প্রাণ।
যেন নব-ঘন বিজুরি-শোভন
নবীন নাগর কান।।ধ্রু।।
বাম পদোপর অতি মনোহর
দক্ষিণ-চরণ ধরে।
ত্রিভঙ্গ সুন্দর স্থকিত-কন্ধর
অতিশয় শোভা করে।।
বঙ্কিম নয়ন ভুবন-মোহন
বঙ্কিম চাহনি চায়।
ভ্রূ-যুগ ভ্রমর নাচে নিরন্তর
মৃদু-মৃদু মুচকায়।।
রঙ্গিম-অধরে দেখ বংশী ধরে
অঙ্গুলি নাচিছে তায়।
আনন্দ-নিচয় অগ্রে বিরাজয়
স্বরূপচরণ গায়।।