দেখ বলরাম ভুবনমাঝে।
রূপ দেখি কাম মরমে লাজে।।
চাঁচর চিকুরে চামরী মজে।
নানা ফুল ভাল তাহাতে সাজে।।
রজত-মুকুরে মাজিয়ে মুখ।
তা দেখিয়া চাঁদের মরমে দুখ।।
তিলক বলিত ললিত ভালে।
মুগ্ধ ভ্রমরা অলকজালে।।
অরুণ দীঘল নয়ন দেখি।
বিকচ কমল কিসে বা লেখি।।
পাত সহিত কদম্ব ফুলে।
শ্রবণে মকর কুণ্ডল দোলে।।
তিলফুল জিনি সুন্দর নাসা।
নাগরী জনার মনের বাসা।।
অরুণ বরণ দশন বাস।
বাঁধুলী ফুলের গরব নাশ।।
কুন্দ-কোরক জিনিয়া দ্বিজ।
কি ছার তাহাতে করক বীজ।।
চণ্ডীদাস কহে হাসির কাছে।
আর কি জগতে অমৃত আছে।।