দেখ রে ভাই প্রবল মল্লরূপধারী।
নাম নিতাই ভায়া বলি রোয়ত
লীলা বুঝই না পারি।।ধ্রু।।
ভাবে বিঘুর্ণিত লোচন ঢর ঢর
দিগবিদিগ নাহি জানে।
মত্ত সিংহ যেন গরজন ঘন ঘন
জগমাঝে কাহু না মানে।।
লীলা রসময় সুন্দর বিগ্রহ
আনন্দে নটন বিলাস।
কলিমলমদন গতি অতি মন্থর
কীর্ত্তন করল প্রকাশ।।
কটিতটে বিবিধ বরণ পট পহিরণ
মলয়জ লেপন অঙ্গ।
জ্ঞানদাস কহে বিধি আনি মিলায়ল
কলি মাঝে ঐছন রঙ্গ।।