দেখ নিতাই চাঁদের মাধুরী।
পুলকে পূরিত তনু কদম্ব কেশর জনু
বাহু তুলি বলে হরি হরি।।
শ্রীমুখমণ্ডল ধাম জিনি কত কোটি কাম
সে না বিহি কিসে নিরমিল।
মথিয়া লাবণ্যসিন্ধু তাহে নিঙাড়িয়া ইন্দু
সুধাসাচে মুখানি গঢ়িল।।
নবকঞ্জদল আঁখি তারক ভ্রমরাপাখী
ডুবি রহু প্রেমমকরন্দে।
সে রূপ দেখিল যেহ সে জানিল রসমেহ
অবনী ভাসল সে আনন্দে।।
পূরবে যে ব্রজপুরে বিহরে নন্দের ঘরে
রোহিণীনন্দন বলরাম।
এবে পদ্মাবতীসুত নিত্যানন্দ অবধূত
ভুবনপাবন হৈল নাম।।
সে পহু পতিত হেরি করুণায় অবতরি
জীবেরে বলায় গৌরহরি।
পড়িয়া সে ভববন্ধে কান্দয়ে লোচন অন্ধে
না দেখিয়া সে রূপমাধুরী।।