দেখ রাই কানু সখি সনে
দুহুঁ বসিয়াছে নিরজনে।
রসপরসঙ্গ কহিতে কহিতে
খলিত ভেল বচনে।।
কহে তুয়া মুখ বলি যাই
কত চন্দ্রাবলি নিছই।
শ্যামবদনে শুনিতে বচনে
কোপে ভরল রাই।।
কহে কি কহলি কহ ফেরি
উহ নাম শুনি পুন বেরি।
মো সঞে কপট পিরীতি তোহারি
মরম বুঝলুঁ তোরি।।
কহি রাই উঠয়ে রোষাই
ধনি মুখ ফেরি চলি যাই।
তব শ্যাম নাগর ক্ষেম ক্ষেম কহি
বাহু ধরল ধাই।।
কত সাধয়ে মধুর ভাখি
ভই সজল যুগল আঁখি।
কহ শুনিতে হামারি জুড়াক শ্রবণ
অমিয়া বচন মাখি।।
তুয়া চন্দ্রনিচয় মুখ
হেরি হোয়ত বহু সুখ।
তুহুঁ উলটি বুঝিয়া রোখে ভরলি
পাওলি বহুত দুখ।।
ধনি বুঝিয়া বচনছন্দ
তব লাজে ভৈ গেল ধন্দ।
পুন ধৈরজ ধরিয়া অবনত মুখে
কহয়ে মধুর মন্দ।।
তব সরমে ভরমে ভোর
শ্যাম রাই কয়ল কোর।
হেরি উদ্ধবদাস হৃদয় আনন্দ
যৈছন চাঁদ চকোর।।